কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু তারিখ


কাজী নজরুল ইসলাম। কেন কবিকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হয়েছিল। ঠিক ৫০ বছর আগে ১৯৭২র ২৪সে মে কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রথমে অল্প কিছুদিন সেখানে কাটিয়ে আসার কথা থাকলেও তিনি কিন্তু বাকি জীবন ঢাকাতে থেকে গিয়েছিলেন কখনো তার আর ভারত ফেরা হয়নি।

 বঙ্গানুবাদ

মানুষের নিকট নজরুল হিসাবে পরিচিত কাজী নজরুল ইসলাম (২৪ই ম, ১৮৯৯-২৯শে আগস্ট, ১৯৭৬) ছিলেন একজন বাঙালি কবি, সঙ্জীতজ্ঞ এবং বিপ্লবী যিনি ফ্যাসিবাদ এবং অত্যাচারের বিরুদ্ধে গভীর মনস্তাত্ত্রিক বিদ্রোহ প্রকাশে কাব্যিক রচনায় পথিকৃৎ হয়েছিলেন। তাঁর কাব্য এবং জাতীয়তাবাদী কর্মকাণ্ড তাকে "বিদ্রোহী কবির জনপ্রিয় খেতাব এনে দিয়েছিল।

তাঁর জীীবন ব্যাপি এক বিরাট পরিসরের প্রশ্সিত রচনাবলী সম্পন করায় নজুল সরকারিভাবে বাং্লাদেশের জাতীয় কবি হিসাবে স্বীকৃত হয়েছে। বাঙ্গালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় নজবুল ধর্মীয় শিক্ষা লাত করছিলেন এবং স্থানীয় একটি মসভ্জিদে একজন মুয়াজ্জিন হিসাবে কাজ করতেন। যখন তিনি নাট্য দলের সাথে কাজ করেছিলেন তখন তিনি কাব্য, নাটক এবং সাহিত্য সম্পর্কে শিক্ষা লাভ করেছিলেন।

ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার পর নজরুল কলকাতায় নিজেকে একজন সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ভারতে ব্রিটিশ রাজকে আক্রমণ করেন এবং তার কাব্যিক রচনাবলী যেমন "বিদ্রোহী, ভাঙ্গার গান এবং ধুমকেতু প্রকাশনার মাধ্যমে বিপ্লব প্রচার করেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে তাঁর প্রবল আবেগতাড়িত কর্মকাণ্ডের জন্য তাকে ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কারাবাস ভােগ করতে হয়।

কারাগারে থেকে নজবুল "রাজক্দীর জবানকন্দী' রচনা করেন। উৎপীড়িত গণমানুষের জীবন অবলােকন করে নজরুল তাদের মুক্রির জন্য কাজ করেন। নজরুলের লেখা সেসব যেমন প্রেম, স্বাধীনতা এবং বিপুব উৎ্ঘাটন করে। তিনি ধর্মীয় এক লিজাসম্পনকৃত সকল গৌড়ামির বিরোেধিতা করতেন। তাঁর সমগ্র কর্মজীবনে নজরুল ছোেট গল্প, উপন্যাস এবং প্রবন্ধ লিখেছিলেন কিত্তু তিনি তার কবিতা যাতে তিনি বাংলা গজলের মত নতুন ধারা প্রবেশ করানোর ক্ষেত্রে পথিকৃৎ ছিলেন তার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত।

নজরুল গান রচনা করেছিলেন এবং তার প্রায় ৪০০০ গান একত্রিতভাবে নজরুল গীতি হিসাবে পরিচিত তাতে সুরারােপ করেন। ৪৩ বছর বয়সে তিনি এক অজ্ঞাত রােগে ভূগতে শুরু করেন এবং তীর্র বাকশক্তি ও স্মুতি হারিয়ে ফেলেন। এটি নজরুলের স্বাম্থ্যের ক্রমশঃ পতন ঘটায় এবং অনেক বছর ধরে নির্জনে থাকতে বাধ্য করে। বাংলাদেশের সরকার কৃর্তক আমন্ত্রিত হয়ে নজরুল এবং তাঁর পরিবার ১৯৭২ সালে ঢাকায় আসেন, যেখানে তিনি ১৯৭৬ সালে মৃত্যু বরণ করেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
; এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা কমেন্ট; কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url